জয়পুরহাটে প্রথমবারের মতো উদ্বোধন হয়েছে পুরনো বাইক বাজার

  • আপলোড সময় : ১০ মে ২০২৪, রাত ১০:১৬ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৪, রাত ১০:১৬ সময়
জয়পুরহাটে প্রথমবারের মতো উদ্বোধন হয়েছে পুরনো বাইক বাজার



সেলিম রেজা,জয়পুরহাট প্রতিনিধিঃ বাইক বাজার পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের সহযোগিতায় কেন্দ্রীয় ট্রাক-টার্মিনাল হাড়াইল সদর রোড জয়পুরহাটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে পুরনো বাইক বাজার। 


প্রধান অতিথি হিসেবে জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ মিলন এ বাইক বাজার উদ্বোধন করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আনিসুর রহমান আনিস, মটর শ্রমিক ইউনিয়নে সহ-সভাপতি গোলাম মর্তূজা শিপলু, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,মটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর তুহিন, কমিউনিকেশন ম্যানেজার রতন, বাইকের ক্রেতা ও বিক্রেতারা।


সপ্তাহের প্রতি শুক্রবার এই বাজারে ব্যক্তিগতভাবে ব্যবহৃত হয়েছে এমন দুইশ’র বেশি মটর বাইক প্রদর্শন ও বিক্রয় করা হয়েছে। সেখান থেকে ক্রেতারা সহজে নিজের পছন্দের বাইকটি কিনে নিতে পারবেন। কেনাকাটায় স্বস্তি দিতে থাকছে ব্যপক নিরাপত্তা ব্যবস্থা। থাকছে বাইকের যন্ত্রাংশ এবং পারফরমেন্স পরীক্ষা করে দেখার সুযোগ। তবে বাজারকে উৎসবমুখর করতে আয়োজকরা সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।


আয়োজকেরা বলেন, এই বাজারে  সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি হবে। বাজার থেকে নারী বা পুরুষ বাইকাররা স্বাচ্ছন্দে বাইক কিনতে পারবেন। সেই সঙ্গে ট্রায়াল দিতে পারবেন।







কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ