All Latest News
সলঙ্গায় উপজেলা চাই দাবিতে মানববন্ধন   মোঃ আখতার হোসেন হিরন :  সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গাকে উপজেলা ঘোষণা করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।  ২৭ জানুয়ারি ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহ দিবস উপলক্ষে সোমবার দুপুর ৩ টায় থানা সদরের মাদ্রাসা মোড়ে "সলঙ্গা উপজেলা চাই" আয়োজনে সলঙ্গা থানার সর্বস্তরের জনসাধারণ ব্যানারে মানববন্ধনে সলঙ্গার সচেতন মহল, ছাত্র ছাত্রী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ অংশ নেয়।  ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে হাবিবুল বাশার এর পরিচালনায় সলঙ্গায় উপজেলা চাই দাবিতে নানা যৌক্তিক দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার, জেলা বিএনপির উপদেষ্টা  হেদায়েতুল ইসলাম আইয়ুব,থানা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব,থানা ছাত্রদলের আহবায়ক হারুনর রশীদ হিরন, সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন,কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন,থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহীদ,থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ধুবিল ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক জহুরুল ইসলামসহ ছাত্র জনতার একাংশ।  উল্লেখ্য : ২৭ জানুয়ারি ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহ দিবস। ১৯২২ সালের এই দিনে সলঙ্গা হাটে বিলেতি পণ্য বর্জন আন্দোলনে সাড়ে চার হাজার (অন্যান্য তথ্যমতে প্রায় দশ হাজার) মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল ব্রিটিশ সরকারের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনীর সদস্যরা। দিবসটি পালন উপলক্ষে এইদিনে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগার,নুরুন্নাহার তর্কবাগীশ ডিগ্রি কলেজ, আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগার, সলঙ্গা সমাজ কল্যাণ সমিতি ও সলঙ্গা ফোরাম নানা কর্মসূচীর আয়োজন করেছে।

সলঙ্গায় উপজেলা চাই দাবিতে মানববন্ধন মোঃ আখতার হোসেন হিরন : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গাকে উপজেলা ঘোষণা করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। ২৭ জানুয়ারি ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহ দিবস উপলক্ষে সোমবার দুপুর ৩ টায় থানা সদরের মাদ্রাসা মোড়ে "সলঙ্গা উপজেলা চাই" আয়োজনে সলঙ্গা থানার সর্বস্তরের জনসাধারণ ব্যানারে মানববন্ধনে সলঙ্গার সচেতন মহল, ছাত্র ছাত্রী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ অংশ নেয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে হাবিবুল বাশার এর পরিচালনায় সলঙ্গায় উপজেলা চাই দাবিতে নানা যৌক্তিক দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার, জেলা বিএনপির উপদেষ্টা হেদায়েতুল ইসলাম আইয়ুব,থানা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব,থানা ছাত্রদলের আহবায়ক হারুনর রশীদ হিরন, সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন,কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন,থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহীদ,থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ধুবিল ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক জহুরুল ইসলামসহ ছাত্র জনতার একাংশ। উল্লেখ্য : ২৭ জানুয়ারি ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহ দিবস। ১৯২২ সালের এই দিনে সলঙ্গা হাটে বিলেতি পণ্য বর্জন আন্দোলনে সাড়ে চার হাজার (অন্যান্য তথ্যমতে প্রায় দশ হাজার) মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল ব্রিটিশ সরকারের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনীর সদস্যরা। দিবসটি পালন উপলক্ষে এইদিনে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগার,নুরুন্নাহার তর্কবাগীশ ডিগ্রি কলেজ, আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগার, সলঙ্গা সমাজ কল্যাণ সমিতি ও সলঙ্গা ফোরাম নানা কর্মসূচীর আয়োজন করেছে।

অভার অল বাংলাদেশ এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  মোঃ আখতার হোসেন হিরন :  বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গতকাল শুক্রবার বাংলাদেশ ফিল্ম অর্কাইভ কনফারেন্স এ অভার অল বাংলাদেশ (OAB Foundation) ৭ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।  ২০১৮ সালে “গড়বো সমাজ, গড়বো দেশ, স্বেচ্ছাসেবীর বাংলাদেশ” স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করে ওভার অল বাংলাদেশ (ওএবি) নামক সংগঠনের। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি সামাজিক উন্নয়ন, পরিবেশ, মানবাধিকার, নারী স্বাস্থ্য, শিশু বিকাশ, এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করছে। এর পাশাপাশি, স্বেচ্ছায় রক্তদান এবং স্বাস্থ্যসেবার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠার শুরু থেকেই জ্ঞান ভিত্তিক এলাকা উন্নয়নে কাজ করে যাচ্ছে অভার অল বাংলাদেশ (OAB Foundation)।   বিগত বছরগুলোর ন্যায় এবারও অভার অল বাংলাদেশ (OAB Foundation) বিভিন্ন আয়োজনের  মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অভার অল বাংলাদেশ (OAB Foundation) ফাউন্ডার এন্ড ডিরেক্টর আসাদুজ্জামান তুহিন  ও হেড অব এইচআর, ফয়সাল তাহসান এর সভাপতিত্বে  আলোচনা অনুষ্ঠান ইকবালের কুরআন তেলওয়াত মধ্যে  দিয়ে শুরু করা হয়।   আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি, ডেপুটি ডিরেক্টর ডিপার্টমেন্ট অব ইউথ ডেভেলপমেন্ট ঢাকা ডিস্ট্রিক্ট, এ কে এম শাহরিয়ার রেজা।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইবনুক সায়েদ রানা (চেয়ারম্যান, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন), মীর মোহাম্মদ আলি (সহকারী অধ্যাপক শের এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়),শাইরা মতিন (সিনিয়র সহকারী অধ্যাপক আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ),আসিফ মইনুর চৌধুরী( ক্লাইমেট চেঞ্জ এক্সপার্ট সেন্টার ফর পারটিসিপেটরি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) অন্যান্য অথিতিগণ।   এ সময় সবার অংশ গ্রহণে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছিল বাংলাদেশ ফিল্ম অর্কাইভ কনফারেন্স। পুরো কনফারেন্স জুড়ে জমকালো আলোকসজ্জা করা হয়। এছাড়াও অনুষ্ঠানে র‍্যাপেল ড্র অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে সবুজ বৃক্ষ গাছ উপহার দেওয়া হয়।  অনুষ্ঠানে অভার অল বাংলাদেশ (OAB Foundation) এর ফরহাদ হোসেন (গ্রাফিক্স এন্ড ভিডিও টিম) ফারহানা আলম জেসি (মেম্বার Climate Action team) মোঃ হাসান (লিড আইটি টিম)আদিব ইমাম (মেম্বার,এইচ আর টিম) মাইমুনা রহমান (মেম্বার,নারী টিম) রাকিব মৃধা (ক্যাম্পাস এম্বাসেডর কোওর্ডিনেটর) নাসিম লিমন (মেম্বার,কনভেনর কমিটি) রাইসা মেহজাবিন,সোমেলি,হুমায়া তাসনিম,তুষার রাকিব,রামিসা গাজি এবং অভার অল বাংলাদেশ (OAB Foundation) এর সকল ভলেন্টিয়ার ও সদস্য গন উপস্থিত ছিলেন।

অভার অল বাংলাদেশ এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন মোঃ আখতার হোসেন হিরন : বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গতকাল শুক্রবার বাংলাদেশ ফিল্ম অর্কাইভ কনফারেন্স এ অভার অল বাংলাদেশ (OAB Foundation) ৭ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ২০১৮ সালে “গড়বো সমাজ, গড়বো দেশ, স্বেচ্ছাসেবীর বাংলাদেশ” স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করে ওভার অল বাংলাদেশ (ওএবি) নামক সংগঠনের। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি সামাজিক উন্নয়ন, পরিবেশ, মানবাধিকার, নারী স্বাস্থ্য, শিশু বিকাশ, এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করছে। এর পাশাপাশি, স্বেচ্ছায় রক্তদান এবং স্বাস্থ্যসেবার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠার শুরু থেকেই জ্ঞান ভিত্তিক এলাকা উন্নয়নে কাজ করে যাচ্ছে অভার অল বাংলাদেশ (OAB Foundation)। বিগত বছরগুলোর ন্যায় এবারও অভার অল বাংলাদেশ (OAB Foundation) বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অভার অল বাংলাদেশ (OAB Foundation) ফাউন্ডার এন্ড ডিরেক্টর আসাদুজ্জামান তুহিন ও হেড অব এইচআর, ফয়সাল তাহসান এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান ইকবালের কুরআন তেলওয়াত মধ্যে দিয়ে শুরু করা হয়।  আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি, ডেপুটি ডিরেক্টর ডিপার্টমেন্ট অব ইউথ ডেভেলপমেন্ট ঢাকা ডিস্ট্রিক্ট, এ কে এম শাহরিয়ার রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইবনুক সায়েদ রানা (চেয়ারম্যান, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন), মীর মোহাম্মদ আলি (সহকারী অধ্যাপক শের এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়),শাইরা মতিন (সিনিয়র সহকারী অধ্যাপক আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ),আসিফ মইনুর চৌধুরী( ক্লাইমেট চেঞ্জ এক্সপার্ট সেন্টার ফর পারটিসিপেটরি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) অন্যান্য অথিতিগণ।   এ সময় সবার অংশ গ্রহণে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছিল বাংলাদেশ ফিল্ম অর্কাইভ কনফারেন্স। পুরো কনফারেন্স জুড়ে জমকালো আলোকসজ্জা করা হয়। এছাড়াও অনুষ্ঠানে র‍্যাপেল ড্র অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে সবুজ বৃক্ষ গাছ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে অভার অল বাংলাদেশ (OAB Foundation) এর ফরহাদ হোসেন (গ্রাফিক্স এন্ড ভিডিও টিম) ফারহানা আলম জেসি (মেম্বার Climate Action team) মোঃ হাসান (লিড আইটি টিম)আদিব ইমাম (মেম্বার,এইচ আর টিম) মাইমুনা রহমান (মেম্বার,নারী টিম) রাকিব মৃধা (ক্যাম্পাস এম্বাসেডর কোওর্ডিনেটর) নাসিম লিমন (মেম্বার,কনভেনর কমিটি) রাইসা মেহজাবিন,সোমেলি,হুমায়া তাসনিম,তুষার রাকিব,রামিসা গাজি এবং অভার অল বাংলাদেশ (OAB Foundation) এর সকল ভলেন্টিয়ার ও সদস্য গন উপস্থিত ছিলেন।