তাড়াশে ব্যক্তি উদ্যোগে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদ উদ্বোধন

  • আপলোড সময় : ১ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১১:৭ সময়
  • আপডেট সময় : ১ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১১:৭ সময়
তাড়াশে ব্যক্তি উদ্যোগে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদ  উদ্বোধন


মোঃ শামছুল হক, তাড়াশ প্রতিনিধি, 
৩১ জানুয়ারী ২০২৫। 

সিরাজগঞ্জের  তাড়াশে ব্যক্তি উদ্যোগে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত  দৃষ্টিনন্দন আধুনিক  মসজিদের উদ্বোধন করা হয়েছে। উপজেলার মাধাইনগর ইউনিয়নের  ঝুরঝুরি বাজারে নির্মিত এই মসজিদের  নাম করন করা হয়েছে 'তালুকদার জামে মসজিদ কমপ্লেক্স’।

আজ ৩১ জানুয়ারী শুক্রবার দুপুরে এলাকার সর্বস্তরের  জনগণকে নিয়ে উদ্বোধন করেন  ভুমি ও অর্থদাতা  বিশিষ্ট শিল্লীপতি ও সমাজ সেবক শফিকুল ইসলাম শফি তালুকদার । 
মসজিদ উদ্বোধন শেষে প্রথম জামায়াতে খোৎবা প্রদান ও ইমামতি করেন মাওলানা হাফিজুর রহমান। 

এ সময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক নজরুল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশের  উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা, সহকারী ভূমি কমিশনার খালিদ মাহমুদ,  সিরাজগঞ্জ জেলা বিএনপির  উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর, তাড়াশ উপজেলা বিএনপি   সভাপতি স,ম আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল,পৌর সদস্য সচিব আব্দুল বারিক, রায়গঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির  সাধারণ সম্পাদক ভিপি আয়নূল হক,মাধাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান।

উল্লেখ্য, প্রায় পাঁচ কাঠা জমির উপর নির্মিত তালুকদার জামে মসজিদের ভিতর প্রায় ৫০০ পুরুষ একসাথে জামাতে সালাত আদায় করতে পারবেন। মসজিদের ছাদের উপরে  আরও অন্তত একই পরিমাণ মানুষ  সালাত আদায়ের ব্যবস্থা রয়েছে। এছাড়াও মসজিদ কমপ্লেক্সে নারীদের জন্য আলাদা জামাতে সালাত আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। যেখানে সেই ফ্লোরে একসাথে প্রায় ১০০ নারী সালাত আদায় করতে পারবেন।

এছাড়াও মসজিদ কমপ্লেক্সটিতে রয়েছে নারী এবং পুরুষদের পৃথক ওযুখানার ব্যবস্থা রাখা হয়েছে। 
ভুমি ও অর্থদাতা শফিকুল ইসলাম শফিকের সাথে কথা বলে জানা গেছে, মসজিদের পাশেই তাঁর পিতা মাতার নামে এতিমখানা ও মক্তব খোলার পরিকল্পনা আছে। 

সবশেষে বিশ্বের সকল মুসলিম উম্মাহ ও মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাতের কামনায় বিশেষ  মোনাজাত করা হয়।



কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ