শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে হারুনর রশিদ ঃ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গত কয়েকদিন ধরে উত্তাল রয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর।
আন্দোলনের ৩য় দিন ২৩ জানুয়ারি বৃহস্পতিবারে শাহজাদপুর স্বার্থ রক্ষা কমিটির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত এ মানববন্ধন চলে।
স্বার্থ রক্ষা কমিটির আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, স্বার্থ রক্ষা কমিটির নেতা ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. রায়হান উদ্দিন, স্বার্থ রক্ষা কমিটির নেতা কবির আজমল বিপুল, রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহী, সহ আরো অনেকে।
আন্দোলনকারীরা বলেন, ২০১৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি, ভাড়া ক্যাম্পাসে কার্যক্রম চলছে এতে শিক্ষার্থীদের ভোগাম্তিতে পরতে হচ্ছে।
দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান আন্দোলনকারীরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের হাতে প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দেওয়ার জন্য একটি স্মারকলিপি তুলে দেন।