শাহজাদপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা হয়েছে ডেঙ্গু ইউনিট

  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৪, বিকাল ৫:৪৯ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৪, বিকাল ৫:৪৯ সময়
শাহজাদপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা হয়েছে ডেঙ্গু ইউনিট


শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ 

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ছে ডেঙ্গু রোগের প্রকোপ। বাড়ছে ডেঙ্গু  রোগীর সংখ্যা সেইসাথে  বাড়ছে ঝুকি তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন রোগীরা।  এখন পর্যন্তও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোন মৃত্যু ঘটেনি। 

জানাগেছে,   উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে এপ্রিল থেকে এখন পর্যন্ত  ৩৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে । এরা   চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। 

এখন যারা ভর্তি আছে তাদেরও গভির পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য খোলা হয়েছে আলাদা ইউনিট। 

ডেঙ্গু রোগীদের আলাদা ইউনিটে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োজিত চিকিৎসকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তাদের চিকিৎসা দিচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম নিজেই নিয়মিত তদারকি করে    ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যাপারে সার্বিক ব্যবস্থা নিচ্ছেন। এমনকি তার তত্বাবধানে চিকিৎসকরা ডেঙ্গু রোগীদের হোম সার্ভিসও দিচ্ছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের নিবির পর্যবেক্ষণ ও সেবায় দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরছে রোগীরা। 


 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। 

তবে, ডেঙ্গু রোগীদের গভির পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরছে।

চিকিৎসা দেওয়ার ফলে এখন পর্যন্তও কোন রোগীর মৃত্যু ঘটেনি।

অনেক রোগী যারা হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই তাদের বাসাতেই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। চিকিৎসা নিয়ে তাড়াও সুস্থ হচ্ছে। তিনি আরো বলেন, ডেঙ্গু রোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরে মশারী টাঙ্গাতে হবে। ডেঙ্গু জর হলে সাথে সাথে চিকিৎসা নিতে হবে।

 




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ