মোঃ আখতার হোসেন হিরন :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চন্দ্রগাঁতী নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মাদ্রাসা ছাত্রসহ অত্র এলাকার সকল মানুষের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা মেডিকেল চেকআপসহ নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এমন ব্যতিক্রম আয়োজন করেছে অত্র মাদ্রাসা পরিচালনা কমিটি। গতকাল দিনব্যাপী চলে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম। এ মেডিকেল ক্যাম্পে প্রায় ২শতাধিক রোগী দেখেন ৪জন বিশেষজ্ঞ ডাক্তার।
এসময় উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম,উপপরিচালক দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ও প্রতিষ্ঠাতা সভাপতি অত্র মাদ্রাসা। মোঃ সাইদুর রহমান, অবঃ প্রভাষক চন্দ্রগাঁতী সিনিয়র আলিম মাদ্রাসা ও সাধারন সম্পাদক অত্র মাদ্রাসা। মোঃ সজিব হাসান কোষাদক্ষ অত্র মাদ্রাসা।
আরো উপস্থিত ছিলেন, মোঃ মনোয়ারুল ইসলাম মুক্তা,এমডি জননী ক্লিনিক উল্লাপাড়া। মোঃ আবদুল খালেক,পল্লী চিকিৎসক গয়হাট্রা বাজার। মুফতি খবির উদ্দিন,ভারপ্রাপ্ত মুহতামিমসহ মাদ্রাসার অন্যান্য হাফেজ ও শিক্ষকগণ।