গোদাগাড়ীতে দুই শিশু চাচাতো ভাই বোন গোসল করতে যেয়ে পানিতে ডুবে মৃত্যু

  • আপলোড সময় : ২৮ মে ২০২৪, বিকাল ৫:৫৩ সময়
  • আপডেট সময় : ২৮ মে ২০২৪, বিকাল ৫:৫৩ সময়
গোদাগাড়ীতে দুই শিশু চাচাতো ভাই বোন গোসল করতে যেয়ে পানিতে ডুবে মৃত্যু

 


স্টাফ রিপোর্টার মোঃ রবিউল ইসলাম মিনাল:  

রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের সরমংলা এলাকার,

ইসরাফিল হোসেন বিপলব এর ছেলে আসলাম ( ৮)ও তার 

চাচাতো বোম আবু বক্কর সিদ্দিক এর মেয়ে মিম (১০) 

আজ ২৫/৫/২০২৪ তারিখ বেলা  আনুমানিক ১১টা :৩০ মিনিটের দিকে সরমংলা গোসল ও মাছ মারার উদ্দেশ্যে যায়।

এরপর বাসায় অনেকক্ষণ না ফেরাই পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে, এ সময় সড়মঙ্গলা খাড়িতে পানিতে নেমে খোঁজার একপর্যায়ে পায়ে বেঁধে লাশ ভেসে ওঠে।


স্থানীয় সূত্রে জানা যায় দুই চাচাতো ভাই বোন সব সময় একসঙ্গেই থাকে এবং তাদের মধ্যে অনেক মিল ,

যেখানেই যাই তারা একসঙ্গে যায়।






কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ