শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭১টিভির সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনাশ থানায় অভিযোগ। সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২৩ মে বৃহস্পতিবার রাতে ব্যাক্তিগত কাজে এসে পৌর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংলগ্ন মেসার্স সরকার এন্টারপ্রাইজের সামনে '৭১ টিভি'র বেলকুচি প্রতিনিধি উজ্জ্বল অধিকারীর ওপর অমানবিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
সন্ত্রাসীরা তাকে ও সাথে থাকা অতুল কুমার হলদার (৩৮) কে বেধড়ক মারপিট করে এবং সাংবাদিক উজ্জ্বলের এ্যান্ডুয়েড মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান ও ওসি আসলাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে আহত উজ্জলের খোজ খবর নিয়েছে।
এদিন রাতেই সাংবাদিক উজ্জ্বল অধিকারী বাদী হয়ে ১১ জন নামীয় ও অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এঘটনায় এখন পর্যন্তও কেউ গ্রেফতার না হওয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে সাংবাদিক মহল।
এবিষয়ে, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান বলেন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।