গোদাগাড়ী মডেল থানার পুলিশের অভিযানের ৬০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক

  • আপলোড সময় : ১৭ মে ২০২৪, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ১৭ মে ২০২৪, সকাল ৯:৪১ সময়
গোদাগাড়ী মডেল থানার পুলিশের অভিযানের ৬০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক



স্টাফ রিপোর্টার মোঃ রবিউল ইসলাম মিনাল: 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা  মাটি কাটার ইউনিয়নের  কদম হাজীর মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে, ১৫/০৫/২০২৪  রাত আনুমানিক ৯ টা .৫৫ মিনিট এর সময়,  ১। মোঃ সাদ্দাম হোসেন (২৭), পিতা- মৃত আব্দুল মান্নান, মাতা- মোসাঃ মরিয়ম বেগম, সাং- সাহাপাড়া মোড়লপাড়া, ২। মোঃ নুর ইসলাম ওরফে মানিক (২৫), পিতা- মৃত মতিবুর রহমান, মাতা- মোসাঃ কমেলা বেগম, সাং- সাহাপাড়া মোন্নাপাড়া, উভয় ইউপি- মনাকষা, উভয় থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ এদের কে, বাইপাস মোড় হতে কদম হাজীর মোড় গামী পাঁকা রাস্তার  মোঃ আসাদুজ্জামান ওরফে মানিক (৩০), পিতা- মৃত শীষ মোহাম্মদ এর বাড়ীর সামনে  ০২ জন মাদক ব্যবসায়ীকে ৬০বোতল ফেন্সিডিল সহ আটক করে গোদাগাড়ী মডেল থানার পুলিশ যাহার মূল্য অনুমান-৯০,০০০/নব্বই হাজার টাকা ।


পুলিশ সূত্রে জানা যায় গোদাগাড়ী থানা এলাকায় কদম হাজীর মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, গোদাগাড়ী থানাধীন মাটিকাটা কদম হাজীর মোড়ে ০২ জন ব্যক্তি অবৈধ  মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে অবস্থান করিতেছে।

ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদের হাতে থাকা ব্যাগ সহ ধরে। 

২(দুই) টি পৃথক সাদা রংয়ের বাজারের ব্যাগের ভিতর অবৈধ মাদকদ্রব্য (৩০+৩০)= ৬০ (ষাট) বোতল কোডিন ফসফেট মিশ্রিত কথিত মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে গোদাগাড়ী মডেল থানার পুলিশ।






কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ