উল্লাপাড়ায় ট্রাকচাপায় নারীর মৃত্যু

  • আপলোড সময় : ৩ মার্চ ২০২৪, দুপুর ১১:২১ সময়
  • আপডেট সময় : ৩ মার্চ ২০২৪, দুপুর ১১:২১ সময়
উল্লাপাড়ায় ট্রাকচাপায় নারীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় প্রাণ গেছে মনিজা বেগম (৪৫) নামের এক গৃহিনীর। তিনি উপজেলার দক্ষিণ মোহনপুর মিলপাড়া গ্রামের হোসেন আলীর স্ত্রী। ঘটনার সময় তিনি ঢাকা-পাবনা মহাসড়ক পার হচ্ছিলেন।

আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, দ্রুতগামী ট্রাকটি মনিজা বেগমকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। উপস্থিত লোকজন এ সময় ট্রাকটি আটক করে। তবে ট্রাকের চালক ও হেলপার দ্রুত পালিয়ে যান। 

হাটিকুমরুল হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মনিজার পরিবারের অনুরোধে ঘটনাস্থল থেকে তার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ