অবৈধ কার্যকলাপ ও পর্যটকদের ব্ল্যাকমেইল করে সর্বস্ব লুটের অভিযোগে কক্সবাজার শহরের কলাতলীর সাইনবোর্ডহীন তিনটি কটেজ থেকে ২৫ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে কলাতলী হোটেল-মোটেল জোনের লাইট হাউস এলাকার তিনটি কটেজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৯ জন নারী।
আটকরা কক্সবাজারের মহেশখালী, ঈদগাঁও, সাতকানিয়া, লক্ষ্মীপুরের বাসিন্দা।
শনিবার দুপুরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
তিনি জানান, একটি দালাল চক্র বিভিন্ন কৌশলে পর্যটকদের কটেজ জোনের বিভিন্ন রুমে নিয়ে যায়। পরে অসামাজিক কার্যকলাপে জড়িত নারীদের দিয়ে ভিডিও করে তাদের ব্ল্যাকমেইল করে সর্বস্ব লুটে নেয়। এসব কাজ বাড়তে বাড়তে এখন অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে কটেজ জোন। সেখানে মাদকের ছড়াছড়িও হয়েছে।