সেলিম রেজা,জয়পুরহাট প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৫ জয়পুরহাটে চলতি মৌসুমে হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন জাতীয়তাবাদী কৃষক দল জয়পুরহাট জেলা শাখা ।
রোববার বেলা ১১ টায় শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করবো করেন তারা ।
জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন,জেলা বিএনপির আহবায়ক গুলজার হোসেন, যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মাওলা পলাশ সহ বিএনপি ও কৃষক দলের নেতৃবৃন্দরা।
কৃষকরা জানান,প্রতি কেজি আলুর সংরক্ষণের জন্য আগে চার টাকা ভাড়া দিতে হত। এবার বৃদ্ধি করে আট টাকা করা হয়েছে। এমনিতেই আলুর দাম কম। এর উপর আবার ভাড়া বাড়লে লোকসানে পড়তে হবে।অবিলম্বে আলু সংক্ষণের ভাড়া কমাতে হবে।
এ সময় বক্তারা বলেন আলু সংরক্ষণে ভাড়া না কমালে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন নেতারা।