ফ্যাসিস্টদের দ্রুত অপসারণ করার দাবি, শিবির সভাপতি

  • আপলোড সময় : ৬ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:৮ সময়
  • আপডেট সময় : ৬ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:৮ সময়
ফ্যাসিস্টদের দ্রুত অপসারণ করার দাবি, শিবির সভাপতি




সেলিম রেজা,জয়পুরহাট প্রতিনিধিঃ ফ্যাসিস্ট সরকারের দালালরা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যারা দায়িত্ব পালন করছেন, দ্রুত তাদেরকে অপসারণ করতে হবে। শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালী শেষে সমাবেশে ছাত্র শিবিরে জয়পুরহাট জেলা সভাপতি জুয়েল হোসেন এসব কথা বলেন, 


তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন, আমাদের  লক্ষ্যই হলো- সৎ দক্ষ ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি বলেও জানান তিনি।


বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে র‍্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ মাঠ ঘুরে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

 

এসময় র্যালীতে আরও উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ও জয়পুরহাট জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী হাসিবুল আলম লিটন, সাবেক সভাপতি এস এম রাশেদুল আলম সবুজ, সাবেক সভাপতি ও সদর উপজেলা জামায়াতের আমীর ইমরান হোসেন, সাবেক সভাপতি আবুজর গিফারী, সাবেক সভাপতি আসাদুল ইসলাম, ছাত্রশিবিরের সেক্রেটারি তারেক হোসেন, অফিস সম্পদক আশরাফুল ইসলাম, মিডিয়া ও প্রচার সম্পাদক তারেক হোসেন  প্রমুখ।







কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ