এস.ই.এফ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় মানহুর গিফারী'র প্রথম স্থান অর্জন

  • আপলোড সময় : ৫ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৪:০ সময়
  • আপডেট সময় : ৫ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৪:০ সময়
এস.ই.এফ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় মানহুর গিফারী'র প্রথম স্থান অর্জন



মোঃ আখতার হোসেন হিরন :


সরাসরি টাংগাইল হতে পরিচালিত সিরাজগঞ্জে গত ২৩নভেম্বর ২৪ তারিখে শাহীন শিক্ষা পরিবার’র এস.ই.এফ.ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের শাহীন স্কুল সকল শাখার এবং  জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য স্কুল ও মাদ্রাসার দ্বিতীয়, তৃতীয়,চতুর্থ,পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। 


শাহীন শিক্ষা পরিবার’র এস.ই.এফ.ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরীক্ষায় শাহীন স্কুল সলঙ্গা কেন্দ্রে অত্র শাখার ৩য় শ্রেণীর শিক্ষার্থী মানহুর গিফারী অংশ গ্রহণ করে সিরাজগঞ্জের মধ্যে মেধা তালিকায় সম্মিলিত ভাবে প্রথম স্থান অর্জন করেছে। যাহার রোল রোল নং SALL3-016। 

সে পুরস্কার হিসেবে জিতে নিয়েছে একটি ট্যাব,আকর্ষণীয় ক্রেস্ট এবং সনদ।


মানহুর গিফারী রাজশাহী জেলার বিনোদপুর গ্রামের শিক্ষক গোলাম কিবরিয়া এবং সলঙ্গা আঙ্গারু পাঁচপীর ফাজিল মাদ্রাসার সমাজকর্মের প্রভাষক আইরিন সুলতানার বড় ছেলে। 


মানহুর গিফারী বড় হয়ে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা হতে চায়। তার এ সাফল্য অর্জনে বাবা-মা শিক্ষক শিক্ষিকা খুশি হয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন যেন মানহুর গিফারী তার লক্ষ্য অর্জন করতে পারে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ