আট বছর প্রেমের পর বিয়ে, ২ বছর না যেতেই ভাঙন

  • আপলোড সময় : ৩ মার্চ ২০২৪, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ৩ মার্চ ২০২৪, দুপুর ১০:৬ সময়
আট বছর প্রেমের পর বিয়ে, ২ বছর না যেতেই ভাঙন ছবি: সংগৃহীত

দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের ৯ জুন পরিচালক ভিগনেশ শিবানকে বিয়ে করেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা।  

বিয়ের ঠিক চার মাস পরে জমজ দুই পুত্রের বাবা-মা হন এই তারকা জুটি। তবে বিয়ের দুই বছর না যেতেই তাদের সংসারে ভাঙনের গুঞ্জন। 

তারকা জুটির সম্পর্ক ভাঙার ইঙ্গিত মিলেছে নয়নতারার সাম্প্রতিক স্ট্যাটাসে। সম্প্রতি সবাইকে চমকে দিয়ে স্বামী ভিগনেশকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেন নয়নতারা।

শুধু আনফলো করাই নয়, অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যময় পোস্ট দেন। সেখানে এ লেখেন, ‘সে চলে গেল সারা জীবনের মতো। ও বলল আর আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম।’

অভিনেত্রীর এই স্ট্যাটাস ঘিরেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ভক্ত-অনুরাগীদের মাঝেও বিরাজ করছে উদ্বেগ। 




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ