শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাধীন ৬নং পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বাবু তার অনুপস্থিতিতে চলছে সকল নাগরিক কার্যক্রম ও ইউনিয়ন পরিষদের কাজ। সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদে তার কক্ষ তালাবদ্ধ, পরবর্তীতে চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বাবুকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা কার্যক্রম,জন্ম নিবন্ধন,, প্রত্যয়নপত্র,মৃত্যুসনদ,ইত্যাদি কাজে যেসকল নাগরিকগণ পরিষদে এসেছে তারা বলেন,অনেক দিন ঘুরেও চেয়ারম্যান এর স্বাক্ষর পাওয়া যায় না। এতে তারা নাগরিক সেবা হতে বঞ্চিত ও হয়রানির শিকার হচ্ছে। পোরজনা ইউনিয়ন বাসীর দাবি এই হয়রানি থেকে মুক্তি চাওয়া এবং কতৃপক্ষের কাছে এই অনিয়মের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।