ফুটবলে ‘নীল কার্ডের ব্যবহার হবে না’

  • আপলোড সময় : ৩ মার্চ ২০২৪, রাত ১:৩০ সময়
  • আপডেট সময় : ৩ মার্চ ২০২৪, রাত ১:৩০ সময়
ফুটবলে ‘নীল কার্ডের ব্যবহার হবে না’ ছবি: সংগৃহীত

রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করা কিংবা বাজেভাবে ফাউল করা খেলোয়াড়কে নীল কার্ড দেখিয়ে শাস্তি হিসেবে ১০ মিনিট মাঠের বাইরে রাখার জন্য নীল কার্ড ব্যহারের প্রস্তাব দেওয়া হয়। 

ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) সেই ‘নীল কার্ড’ প্রস্তাব পছন্দ হয়নি ফিফার। 

নীল কার্ড ম্যাচে ব্যবহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

স্কটল্যান্ডে আইএফএবি এর বার্ষিক সাধারণ সভায় প্রস্তাবিত নীল কার্ড নিয়ে ফিফার সঙ্গে আলোচনা হয়। 

শুক্রবার ফিফা সভাপতি ইনফান্তিনো সাংবাদিকদের বলেন, এমন কোনো কার্ড যুক্ত করার কথা ভাবছেন না তারা।

তিনি বলেন, ‘শীর্ষ পর্যায়ে কোনো নীল কার্ড ব্যবহার করা হবে না। এটা এমন একটা বিষয়, যার কোনো অস্তিত্ব নেই আমাদের কাছে। ফিফা নীল কার্ডের সম্পূর্ণ বিরোধী। ফিফার সভাপতি হয়েও এই বিষয়টি নিয়ে আমি অবগত ছিলাম না। আপনি যদি কোনো শিরোরাম চান, সেটা হল নীল কার্ডকে লাল কার্ড।’

তিনি আরও বলেন, ‘আমরা সবসময় ধারণা এবং প্রস্তাবগুলো দেখার জন্য উন্মুক্ত। তবে খেলার অস্তিত্ব ও ঐতিহ্যও রক্ষা করতে হবে। কোনো নীল কার্ডের ব্যবহার হবে না।’




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ