সুরভীর জোড়া গোলে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

  • আপলোড সময় : ৩ মার্চ ২০২৪, রাত ১:২৯ সময়
  • আপডেট সময় : ৩ মার্চ ২০২৪, রাত ১:২৯ সময়
সুরভীর জোড়া গোলে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। শনিবার কাঠমান্ডুর চেসাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লাল-সবুজের মেয়েরা ২-০ গোলে হারিয়েছে হিমালয় কন্যাদের।ম্যাচের ২৪ মিনিটে সাথী মুন্ডার বল ঠেলে দেয় বক্সে। 

গোল বাঁচাতে নেপালের গোলকিপার ঝর্না দুমরাকতি পোস্ট থেকে বেরিয়ে এলেও বলের নাগাল পায়নি। বাংলাদেশের ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতি দ্রুতগতিতে বক্সে প্রবেশ করে প্লেসিংয়ে গোল করে (১-০)। 

মিনিটপাঁচেক পর প্রীতি ব্যবধান দ্বিগুণ করে। বক্সের বাঁ দিকে বল নিয়ে আক্রমণে উঠে আসে বাংলাদেশের আলফি। নেপালের গোলকিপার তাকে বাধা দিতে গিয়ে ফেলে দেয়। পেনালটি দেন রেফারি তামাং মিরা।

স্পটকিকে গোল করে বাংলাদেশকে ২-০তে লিড এনে দেয় প্রীতি। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। 




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ