শাহজাদপুরে এক পরিবারের চারজনকে কুপিয়ে যখম

  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৫:৪১ সময়
  • আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৫:৪১ সময়
শাহজাদপুরে এক পরিবারের চারজনকে কুপিয়ে যখম



শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ


সিরাজগঞ্জের শাহজাদপুরে এক পরিবারের চারজনকে কুপিয়ে যখম করে আহত করার খবর পাওয়া গেছে। 


অভিযোগ সুত্রে জানাগেছে, সোমবার   পৌর শহরের তালতলা গ্রামে তুচ্ছ কথা-কাটাকাটিকে কেন্দ্র করে পাশের বাড়ির জালালের নেতৃত্বে তারই ছেলে রাজা, রফিক, সহ ১০/১২ জন মিলে দেশীয় অস্ত্র স্বস্ত্রে সজ্জিত হয়ে মোঃ জানে আলমের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও কুপিয়ে চারজনকে জখম ও গুরুতর আহত করে। আহতরা হলো জানে আলম, ছেলে নাইম, ভাই কাবিল ও ভাতিজা রানা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে অবস্থার অবনতি হলে সেখান থেকে সিরাজগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। জানে আলমের পরিবারের লোকজন আরো জানায়, হামলাকারীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় নগদ টাকা সহ আসবাবপত্র লুট করে নিয়ে যায়। 


এঘটনায় এলাকাবাসীর মধ্যে তিব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। 


এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ