বিপিএল শেষ। এবার ক্রিকেটারদের জাতীয় দলে ফেরার পালা। ফাইনালে খেলে বরিশাল ও কুমিল্লার ক্রিকেটাররা সিলেট গেছেন শনিবার।
টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার ডাক পাওয়া আলিস আল ইসলাম ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় তার জায়গায়ও প্রথমবার ডাক পেয়েছেন জাকের আলী। বিপিএলে ভালো পারফর্ম করায় জাকেরকে বিকল্প হিসাবে বেছে নিয়েছেন নির্বাচকরা। কুমিল্লার হয়ে খেলা জাকের বিপিএলে ৯৯.৫ গড়ে করেছেন ১৯৯ রান। স্ট্রাইক রেট ১৪১।
জাকের আলীকে দলে নেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক গাজী আশারাফ হোসেন লিপু বলেন, ‘দলে আরও তিনজন স্পিনার রয়েছে রিশাদ হোসেন, তাইজুল ইসলাম ও শেখ মেহেদী হাসান। আলিসের পরিবর্তে তাই আরেকজন স্পিনারের প্রয়োজন আছে বলে মনে হয় না। জাকেরের মতো ব্যাটারকে নেওয়ায় আরও ভারসাম্যপূর্ণ হবে দল। মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারে দ্রুত রান তুলতে পারে জাকের। একই সঙ্গে ফিনিশারের কাজটাও করতে পারে।’
এই সিরিজ দিয়ে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক হিসাবে যাত্রা শুরু হবে নাজমুল হোসেন শান্তর।
সোমবার শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সব ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দুটি টেস্ট ম্যাচ সিলেট ও চট্টগ্রামে।