সলঙ্গা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ৩১ শতাংশ জমি ৭০ বছর পর উদ্ধার

  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৪, দুপুর ৩:৩৫ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৪, দুপুর ৩:৩৫ সময়
সলঙ্গা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ৩১ শতাংশ জমি ৭০ বছর পর উদ্ধার



নিজস্ব প্রতিবেদক 

সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানার অন্তগত সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসার নামে দান কৃত ৩১ শতাংশ জমি যাহার মৌজা আগরপুর, আর,এস, খতিয়ান নং- ১১৯ দাগ নং- ০১ জমির পরিমাণ ৩১ শতাংশ যাহা ৭০ বছর আগে দাতা আরোজ আলী পিতা মৃত ওমর আলী গ্রাম আমশড়া উপজেলা রায়গঞ্জ জেলা সিরাজগঞ্জ। অত্র মাদ্রাসার নামে দান করেন। কিন্তু অতীব দুঃখের বিষয় উক্ত জমি অবৈধ ভাবে আগর পুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে, মো: ইসাহাক আলী ৭০ বছর যাবৎ ভোগ দখল করিয়া আসিতেছে। এমতাবস্থায় অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মো: রিয়াদুল ইসলাম (ফরিদ) অত্র মাদ্রাসার  সভাপতি হওয়ার পর মাদ্রাসার নামীয় জমিজমার রেকর্ড পত্র দেখে উক্ত জমির সন্ধান পাওয়া গেলে অদ্য ১৩/০৭/২৪ ইং সকাল ১১ঘটিকায় মাদ্রাসার অধ্যক্ষ ও সহকারী শিক্ষক বৃন্দু এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে মাদ্রাসার নামীয় জমি উদ্ধার করে মাদ্রাসার সাইন বোর্ড  স্থাপন করে উক্ত জমি দখলে আসেন।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ