মমতার রাজ্যে ৪২ আসন চান মোদি

  • আপলোড সময় : ৩ মার্চ ২০২৪, রাত ১:১৭ সময়
  • আপডেট সময় : ৩ মার্চ ২০২৪, রাত ১:১৭ সময়
মমতার রাজ্যে ৪২ আসন চান মোদি ছবি: সংগৃহীত

দুদিনের পশ্চিমবঙ্গ সফরে লোকসভা ভোটের জোরদার প্রচার সেরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার আরামবাগের পর শনিবার নদিয়ার কৃষ্ণনগরে ‘ইসবার ৪০০ পার’র মন্ত্র ছড়িয়ে দিয়ে গেলেন পশ্চিমবঙ্গে। এমনকি রাজ্যে ৪২ আসনেই জেতার প্রতিশ্রুতিও চাইলেন। জনসভায় মোদি বলেন, এবার এই বাংলার ৪২টি আসনের সবকটিতেই পদ্ম ফোটাতে হবে। লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএকে ৪০০ আসন পার করতে হবে। টাইমস অব ইন্ডিয়া।

শনিবার কলকাতা থেকে সকাল সাড়ে ৯টা নাগাদ হেলিকপ্টারে কৃষ্ণনগরের উদ্দেশে রওয়ানা দেন। সেখানে পৌঁছে সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত একটি সরকারি কর্মসূচিতে যোগ দেন। একগুচ্ছ প্রকল্পের শিলান্যাসও উদ্বোধন করেন তিনি। সরকারি প্রকল্পের উদ্বোধনের পরে হুড খোলা গাড়িতে কৃষ্ণনগর কলেজ মাঠে বিজেপির সভায় যোগ দিতে যান। সভায় এসেই ‘হরেকৃষ্ণ’ বলে বক্তৃতা শুরু করেন তিনি।

আরামবাগের পর কৃষ্ণনগরের জনসভায়ও মোদির মুখে উঠে এলো সন্দেশখালির প্রসঙ্গ। তিনি বলেন, ‘তৃণমূল মা, মাটি, মানুষের কথা বলে মা-বোনেদের ভোট পেয়েছে। কিন্তু এখন মা, মাটি, মানুষ তৃণমূলের কুশাসনে কাঁদছে। সন্দেশখালির মানুষ বিচার চেয়ে গিয়েছে। কিন্তু সরকার তাদের কথা শোনেনি। রাজ্য সরকার চাইত না যে সন্দেশখালির মূল অভিযুক্ত গ্রেফতার হোক। বিজেপির প্রতিবাদ দেখে ঝুঁকতে বাধ্য হয়েছে রাজ্য সরকার।’




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ