জয়পুরহাট প্রতিনিধি: ২৭ মে, ২৪ইং
০১ জুন জাতীয় ভিটামিন 'এ'প্লাস ক্যাম্পেইন পালনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে সিভিল সার্জনের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মুহাঃ রুহুল আমিন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জুবায়ের আল ফয়সাল, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতী রায় প্রমুখ।
সভায় জানানো হয় মোট ৮শ ২৫টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১মাস বয়সী ১২হাজার ৩১৫ শিশু ও ১২ থেকে ৫৯ বয়সী ১ লাখ ২৯ হাজার ৬৫২ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে।