শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
আগামী ২৯ মে শাহজাদপুর উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম এর প্রচারণা সভা অনুষ্ঠিত।শনিবার বিকেলে প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্বা হাসিবুর রহমান এর রুপপুরস্থ বাসভবনে উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তিলীগের আয়োজনে এই নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহু, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য কে,এম,নাছির উদ্দিন, তথ্য প্রযুক্তি লীগ নেতা রফিকুল ইসলাম রঞ্জু, পৌর কাউন্সিলর জহরলাল হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে টেলিফোন মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
এ মতবিনিময় সভায় স্হানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।