জেনে নিন গোলাপ জল ব্যবহারের কিছু নিয়ম

  • আপলোড সময় : ৬ মার্চ ২০২৪, বিকাল ৬:৬ সময়
  • আপডেট সময় : ৬ মার্চ ২০২৪, বিকাল ৬:৬ সময়
জেনে নিন গোলাপ জল ব্যবহারের কিছু নিয়ম

ত্বকের যত্নে গোলাপ জলের তুলনা নেই। বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য গোলাপ জল বেশ ভালো। এটি ত্বককে ভিতর থেকে সুন্দর করে তোলে। পাশাপাশি ত্বককে যেকোনও ধরেনর সংক্রমণের হাত থেকে রক্ষা করে। এটি ব্রণের সমস্যাও কমায়। 

শুধু গোলাপ জল ব্যবহার করলেই হবে না। এজন্য ব্যবহারের সঠিক কিছু নিয়ম জানা জরুরি। কোন সময়ে আপনি গোলাপ জল ব্যবহার করছেন সেটাও গুরুত্বপূর্ণ। 

বিশেষজ্ঞদের মতে, রাতে গোলাপ জল ব্যবহার করা উচিত। এই সময় ত্বক বিশ্রাম পায়। ফলে গোলাপ জল ত্বকের ভিতরে প্রবেশ করে ভালো কাজ করে। এ ছাড়া রাতে দূষণের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পায় ত্বক। ফলে এই সময় গোলাপ জল ব্যবহার করলে ভালো ফল মেলে। 

দিনের বেলায় গোলাপ জল একেবারেই ব্যবহার করা যায় না এমনটা নয়। তবে গোলাপ জল লাগিয়ে রোদে বের হওয়া ঠিক নয়। 

ফেসপ্যাকে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে ভালো ফল পাবেন। ত্বকের উজ্জ্বলতা ফিরবে। 

দিনে দু'বারের বেশি গোলাপ জল ব্যবহার করা ঠিক নয়। সকালে গোসলের পর একবার আর রাত ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করলেই ত্বক ভালো থাকবে। 




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ