জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিশ্বের সর্ববৃহৎ বইমেলা শেষ হয়েছে রোববার। ১৮ থেকে ২২ অক্টোবর অনুষ্ঠিত ৭৫তম তথা হীরক জয়ন্তিতে অংশ নিয়েছিল বাংলাদেশ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্রের প্যাভিলয়নে স্বাধীনতা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক পাঁচ শতাধিক বই প্রদর্শন করা হয়। এবারের ফ্রাঙ্কফুট বইমেলায় ১০২টি দেশের ৭ হাজার ৩০০ প্রকাশনী সংস্থা অংশ নেয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে আধুনিক ফ্রাঙ্কফুট বইমেলার যাত্রা শুরু। অবশ্য এর গোড়াপত্তন হয়েছিল ৫০০ বছর আগে ১৪৬২ সালে। এবারের আসরে মেলার তৃতীয় দিন ২০ অক্টোবর বাংলাদেশ প্যাভিলয়নে মেলা আয়োজক কমিটির প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জার্মানিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া ও বইমেলার প্রেসিডেন্ট ক্লাউডিয়া কায়সার।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন– বাংলাদেশ জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, বাংলাদেশ দূতাবাস বার্লিনের মিনিস্টার (বাণিজ্যিক) সাইফুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার, সিনিয়র সহকারী সচিব সগীর হোসেন, একুশে পদকপ্রাপ্ত জার্মান প্রবাসী কবি ও সাংবাদিক নাজমুন্নেসা পিয়ারী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।