শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা প্রতিষ্ঠান ও অধিদপ্তরের করা মামলায় দণ্ডিত গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আদালত থেকে ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘আমি আশা করবো, ন্যায়বিচার পাবো। দেশের বিচারব্যবস্থা থেকে ন্যায়বিচার পাবো, এটাই তো একজন নাগরিকের ইচ্ছা। আমি এটাই আশা করছি।’
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে জামিন পাওয়ার পর রোববার (৩ মার্চ) রাজধানীর কাকরাইলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাই, যাতে সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন হয়। আমরা সবাই চাই দেশের মঙ্গল হোক। আমরা সবাই দেশের কাজে নিয়োজিত থাকতে চাই। নানা রকমের এই আইনগত বিষয়ে আমাদের সময় দিতে হয়। এতে আমাদের ক্ষতি, সবারই ক্ষতি। তবে আইনের প্রক্রিয়া অব্যাহত থাকুক, এর মধ্যে শান্তিতে আমরা যেন সবাই থাকতে পারি।’
বিভিন্ন মামলায় বারবার আদালতে আসতে হচ্ছে এ ধরনের এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘এতে সময় যাচ্ছে। এতে আমাদের সবাইকে ব্যস্ত থাকতে হচ্ছে, যে সময় আমরা অন্য কাজগুলো করতে পারতাম। এখন আমাদের সময় এসেছে, বহু কাজ করার সময় এসেছে, কাজের প্রয়োজন আছে, এখানে যদি আমরা নিজেদের নিয়োজিত করতে পারতাম। এই সময়ে এগুলো আমাদের মনে কষ্ট দেয়। কাজে বাধা দেয়।’
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ আউয়াল (সিনিয়র জেলা ও দায়রা জজ) রোববার( ৩ মার্চ)সকালে এ আদেশ দেন। এ মামলায় পরবর্তী শুনানির জন্য ১৬ এপ্রিল দিন ঠিক করেছেন আদালত।